iPhone 17 Air হতে পারে অ্যাপলের সবচেয়ে বড় ডিজাইন পরীক্ষা। লিক হওয়া তথ্য বলছে এর মোটা হবে মাত্র 5.5mm। এতটাই পাতলা যে পকেটে রাখলেও বুঝতে পারবেন না যে কোনো ফোন আছে।
অ্যাপল এবার সৌন্দর্য আর পারফরম্যান্সের মধ্যে ভারসাম্য আনতে চাইছে। এজন্য বলা হচ্ছে, এতে থাকবে শুধু একটি 48MP রিয়ার ক্যামেরা। সাম্প্রতিক iPhone-এর মতো তিনটি লেন্স থাকবে না। সত্যি বলতে, আমার মতো যারা শুধু সাধারণ ছবি তোলে বা হঠাৎ শট নিতে ভালোবাসে, তাদের জন্য একটি হাই-কোয়ালিটি ক্যামেরাই যথেষ্ট। সামনের দিকে থাকছে 24MP সেলফি ক্যামেরা, যা ভিডিও কল আর পোর্ট্রেটকে করবে আরও স্পষ্ট ও ঝকঝকে।
তবে চিন্তার বিষয় হচ্ছে ব্যাটারি। এত পাতলা বডির মধ্যে প্রায় 3,000 mAh ব্যাটারি ফিট হতে পারে, যা আসবে মাত্র 2.49mm পাতলা প্যাকে। ব্যাকআপ নিয়ে একটু সন্দেহ আছে, কিন্তু নতুন A19 চিপ অনেক বেশি পাওয়ার-এফিশিয়েন্ট হবে বলে আশা করা হচ্ছে, যা ব্যাটারির ঘাটতি পূরণ করতে পারে।
সম্ভাব্য স্পেসিফিকেশন
- মোটা: 5.5mm আল্ট্রা-স্লিম ডিজাইন
- স্ক্রিন: 6.6-ইঞ্চ
- রিয়ার ক্যামেরা: 48MP সিঙ্গেল লেন্স
- ফ্রন্ট ক্যামেরা: 24MP
- প্রসেসর: A19 চিপ
- ব্যাটারি: ~3,000 mAh
সেপ্টেম্বর 2025 নাগাদ বাজারে আসার সম্ভাবনা রয়েছে। iPhone 17 Air “Plus” মডেলের জায়গা নেবে এবং তাদের জন্য এক স্টাইলিশ অপশন হবে যারা পাতলা, হালকা এবং ফিউচারিস্টিক ডিজাইনকে প্রাধান্য দেন।